বীরভূমের সিউড়ি, জয়দেব হয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। সেখান থেকে পুরুলিয়া হয়ে অযোধ্যা পাহাড়ের কয়েকটি বনবাসী অধ্যুষিত গ্রাম। ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এবং ঘাটাল, হাওড়া জেলার আমতা। লম্বা সাংগঠনিক সফর শেষে ফের কলকাতায়।সাংগঠনিক দৃষ্টিতে পুরুলিয়া নতুন জায়গা। খৃষ্টানদের ধর্মান্তরকরণ এবং বাম-বামাতিদের কালচারাল মার্ক্সিজমের প্রয়োগশালা। চলছে হুদুড় দুর্গা, অর্থাৎ মহিষাসুরের বংশধর বলে বনবাসী ভাইবোনদের মগজ ধোলাই করে তাদের মূল সমাজ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। আর্য-দ্রাবিড় তত্ত্বের বস্তাপচা ন্যারেটিভ চালানো হচ্ছে জোরকদমে।কাজ অনেক। আমরা ভাবছি ইভিএম মেশিনের বোতাম টিপেই বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিষয়টা অতটা সহজ নয় মোটেই।