“নবীজির ‘ছাতুল মক্কা’ আর ‘#জয়_বাংলা’ একই” – বললেন বাংলাদেশের নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, “মহানবী হযরত মুহম্মদ (স.) মক্কা বিজয়ের পর ‘#ছাতুল_মক্কা’ বা জয় মক্কা বলেছেন। ভাষাগত পার্থক্য থাকলেও ‘ছাতুল মক্কা’ ও ‘জয় বাংলা’ একই।” একটা পত্রিকায় প্রকাশিত এই কথাগুলো পড়ে চমকে উঠলাম। আজ পশ্চিমবঙ্গের মাটিতেও স্লোগান উঠছে- জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো। ‘বুকে ধরো’ তো বুঝলাম! ‘কায়েম করো’ মানে? যেভাবে ‘ছাতুল মক্কা’ কায়েম করা হয়েছিল, সেইভাবে ‘ছাতুল বাংলা’ কায়েম করার চেষ্টা চলছে নাকি? এদের ‘জয় বাংলা’ মানে কি বাংলার জয়, নাকি বাংলার উপরে বাংলাদেশের বিজয়? এদের ‘জয় বাংলা’ কায়েম করা মানে কি পশ্চিমবঙ্গকে নিয়ে #গ্রেটার_বাংলাদেশ কায়েম করা?আপনাদের মনে করিয়ে দিই, জেএমবি (জামাতুল মুজাহিদিন বাংলাদেশ) তার নাম পরিবর্তন করে শুধু জেএম (জামাতুল মুজাহিদিন) করেছে। অর্থাৎ সে যে আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না- নাম পরিবর্তনই তার স্পষ্ট ইঙ্গিত। এখন তার ঘোষিত কর্মক্ষেত্র হল গ্রেটার বাংলাদেশ’ যার মধ্যে এই বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গই প্রধান। ঠিক এভাবেই ISIS তার নাম পরিবর্তন করে IS হয়েছিল ইরাক ও সিরিয়ার গন্ডি ছাড়িয়ে সারা বিশ্বে ইসলামিক স্টেট তৈরি করার উদ্দেশ্যে।আস্তে আস্তে পর্দা উঠছে। আরও উঠবে। ‘জয় বাংলা’ মানে যে ‘ছাতুল বাংলা’ সেটা আরও স্পষ্টভাবে বোঝা যাবে। চোখ আর কান খোলা রাখুন।