আজ শুভ বিজয়া। শুভেচ্ছা আদান প্রদান হচ্ছে, কোলাকুলি হচ্ছে, মিষ্টিমুখ হচ্ছে। কিন্তু এই বিজয়া কিসের সেলিব্রেশন? এই বিজয়া হল অশুভ শক্তির উপরে শুভ শক্তির বিজয়ের সেলিব্রেশন।
এই বিজয় কিভাবে এসেছিল? এই বিজয় এসেছিল অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির ভয়ানক বিধ্বংসী যুদ্ধের মাধ্যমে। এটা চিরন্তন সত্য যে এডুকেট করে, সংস্কার দিয়ে দুষ্কৃতীদের মনে শুভবুদ্ধির উদয় ঘটানো কোনও দিন সম্ভব হয় না।
কথায় আছে, ‘চোরায় না শোনে ধর্মের কাহিনী’! ধর্মের কাহিনী যখন একজন চোরকেই শোনানো যায় না, তখন মহিষাসুরদের মত মহা শক্তিধর দুর্বৃত্তদের কি তা শোনানো সম্ভব? তাই অশুভ শক্তির সাথে আপোষ নয়, যুদ্ধ করাই ধর্ম। দুষ্কৃতীদের সংস্কার নয়, সংহার করাই ধর্ম। দুর্গাপূজা শুধু আনন্দ উৎসব নয়, দুর্গাপূজা এই ধর্মশিক্ষা হৃদয়ে এবং আচরণে গ্রহণ করার অনুষ্ঠান।
হুজুগে বাঙ্গালী বিজয়ার সেলিব্রেশনে যতটা উৎসাহী তার সিকিভাগও যদি এই ধর্মশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে দেখায়, তাহলে তার এই দুর্গতি হয় না।