কেন্দ্র সরকার আইন আনছে কুকুর মারলে ৭৫ হাজার টাকা জরিমানা। স্বাগত জানাই। কিন্তু গরু মারলে? কি বললেন? গরু অনেকের খাদ্য, তাই গরু মারলে জরিমানা করা যাবে না? কুকুরও তো অনেকের খাদ্য। নাগা, কুকি, লুসাই, মার, ব্রু এই ধরণের অনেক কমিউনিটির লোকেই কুকুর খায়। ভোটের নিরিখে কুকুর খাদকদের সংখ্যা নগণ্য বলে এদের খাদ্য নির্বাচনের অধিকার থাকবে না?
আমি কুকুর মারার পক্ষপাতী মোটেই নই। কিন্তু পশুহত্যাকে কেন্দ্র করে একটা ভন্ডামি চলছে, পক্ষপাতিত্ব চলছে। এটা বন্ধ হওয়া দরকার। কুকুর মারার প্রতিবাদ করলে আমি পশুপ্রেমী, ডগ লাভার আর গোহত্যার প্রতিবাদ করলে আমি সাম্প্রদায়িক- এই ভন্ডামি চলবে না।
কয়েকটা রাজ্যে গোহত্যা নিরোধক আইন এসেছে। কেন্দ্র সরকার একই ধাঁচে আইন করে গোহত্যা সম্পূর্ণরূপে বন্ধ করুক।
Cruelty to animals প্রশ্নে আর একটা বিষয় না বললে চলবে না। এই আইনে খাদ্য হিসেবে নির্বাচিত পশুদের হত্যা করার সময়ে তাদের গলা অর্ধেক কেটে ফেলে রাখা অর্থাৎ জবাই (হালাল) করার প্রথার উপরে নিষেধাজ্ঞা আনা উচিত। কারণ এই পদ্ধতি সর্বাধিক নিষ্ঠুর পদ্ধতি। ধর্মের দোহাই দিয়ে এই নিষ্ঠুরতাকে প্রশ্রয় দেওয়াও কি ভন্ডামি নয়?